রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলার সাজেক-বাঘাইহাট সড়কে নন্দারাম এলাকায় রাতভর ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সাজেক-বাঘাইহাট সড়কে নন্দারাম এলাকায় পাহাড় ধসে যান চলাচল বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার (২৪জুলাই) রাত আনুমানিক ৪ ঘটিকায় রাঙ্গামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট-সাজেক সড়কের চম্পাতলী এবং নন্দারাম নামক এলাকায় অতিবৃষ্টির কারনে পাহাড় ধসের ঘটনা ঘটে। ফলে উক্ত সড়কে সকল ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়,(৬ইবি বাঘাইহাট জোন এর আওতাধীন মাচালং আর্মি ক্যাম্প হতে আনুমানিক ১কিঃমিঃ ও ৫কিঃমিঃ দক্ষিণে এবং চম্পাতলীতে আনুমানিক ৫০ মিটার, নন্দারাম এলাকায় ৩টি স্থানে যথাক্রমে আনুমানিক ৫০,৩০এবং৩০ মিটার রাস্তা পাহাড় ধসে সম্পূর্ণভাবে মাটি দিয়ে ভরাট হয়ে গেছে।
পরবর্তীতে সংবাদ পেয়ে সকাল সাড়ে ৭ ঘটিকায় দিঘীনালা হতে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হন এবং স্থানীয় লোকজনের সহায়তায় মাটি সরানোর কার্যক্রম শুরু করেন। স্থানীয় লোকজন এবং ফায়ার সার্ভিসের দলের কাছে মাটি সরানোর পর্যাপ্ত যন্ত্রপাতি না থাকায় ধীরগতিতে কাজ চলমান রয়েছে বলে জানা যায়।
উল্লেখ,সড়ক ও জনপদ এর সাহায্যে রাস্তা থেকে মাটি না সরালে সাজেকে আটকে যেতে পারে শতশত পর্যটক। এখন পর্যন্ত ঘটনাস্থলে কোন আইন শৃঙ্খলা বাহিনীর টহল দল উপস্থিত হননি বলে জানা যায়।
এদিকে বাঘাইছড়ি উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও পাহাড়ের পাদদেশে বসবাসকারী পরিবার ও সাজেক-বাঘাইহাট সড়কে চলাচল কারী সকল যানবাহন চালকদের সর্তক ভাবে চলাচলের জন্য অনুরোধ করা হয়েছে।