নাইক্ষ্যংছড়িতে মা’দ’কবি’রো’ধী অ’ভিযা’নে ই’য়াবা উ’দ্ধা’র করল বি’জি’বি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশফাঁড়ী সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে পাচারের সময় ৫ হাজার ৬০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (১৮ জুলাই) গভীর রাতে কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধীন বাইশফাঁড়ী বিওপি’র বিশেষ মাদকবিরোধী অভিযানে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

৩৪ বিজিবির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মিয়ানমার থেকে একটি ইয়াবার চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে। এমন সংবাদের ভিত্তিতে বাইশফাঁড়ী বিওপি’র একটি বিশেষ টহল দল সীমান্তবর্তী চিকন পাতা বাগান এলাকায় কৌশলে ওঁত পেতে অবস্থান নেয়।

একপর্যায়ে রাতের অন্ধকারে একজন ব্যক্তি একটি কাপড়ের ব্যাগ হাতে সীমান্ত অতিক্রমের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ব্যাগ ফেলে দিয়ে দ্রুত মিয়ানমারের ভেতরে পালিয়ে যায়। পরে টহল দল ঘটনাস্থল তল্লাশি চালিয়ে ফেলে যাওয়া ব্যাগের ভেতর থেকে ৫ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করে।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, মাদক পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি। তবে তার পরিচয় শনাক্ত এবং চক্রের অন্যান্য সদস্যদের ধরতে অভিযান জোরদার করা হয়েছে।

এ বিষয়ে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল এস এম খায়রুল আলম, (পিএসসি) বলেন, “বিজিবি নিরবচ্ছিন্নভাবে দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকাগুলোতে নিয়মিত টহল ও নজরদারি চালিয়ে যাচ্ছে। দেশ ও জাতিকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষায় বিজিবি’র এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।”

তিনি আরও বলেন, “সীমান্তে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি মাদক ও চোরাচালান নির্মূলে আমরা বদ্ধপরিকর।”

স্থানীয় এলাকাবাসী বিজিবি’র এমন তৎপরতায় সন্তোষ প্রকাশ করে বলেন, সীমান্তে বিজিবি’র অভিযানে এখন অনেকটাই নিরাপদ বোধ করছেন তাঁরা।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email