শ্রীলঙ্কায় জরুরি অবস্থা জারি

দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছে শ্রীলঙ্কা। ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় দেশটিতে ১৩২ জন মানুষের প্রাণহানি হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও অনেকে। এতে পরিস্থিতি মোকাবিলায় শনিবার দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছে সরকার।

একই সঙ্গে প্রাকৃতিক এই বিপর্যয়কর পরিস্থিতি মোকাবিলায় আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে দেশটির সরকার। খবর এএফপির

শ্রীলঙ্কার দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র (ডিএমসি) বলেছে, বৈরী আবহাওয়ায় দেশজুড়ে ১৫ হাজারের বেশি বাড়িঘর ধ্বংস এবং ৭৮ হাজার মানুষকে সরকার পরিচালিত অস্থায়ী আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় নেমে পড়েছে সেনাবাহিনী, নৌবাহিনীসহ সব জরুরি উদ্ধারকারী বাহিনী।

ডিএমসির মহাপরিচালক সম্পাথ কোটুউইগোদা বলেন, আমরা ১৩২ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছি এবং আরও ১৭৬ জন নিখোঁজ রয়েছেন।

তিনি বলেন, সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীকে মোতায়েন করায় উদ্ধার তৎপরতা জোরদার হয়েছে। শনিবার দেশটির সামরিক বাহিনী অনুরাধাপুরা জেলায় টানা ২৪ ঘণ্টার অভিযান চালিয়ে এক জার্মান পর্যটকসহ ৬৯ জন বাসযাত্রীকে উদ্ধার করেছে। এই অভিযানে হেলিকপ্টার ও নৌবাহিনীর নৌকা ব্যবহার করা হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email