ঠাকুরগাঁও সদর রুহিয়ার ৭নং সেনিহারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়েছে। ২৪.০৯.২৫ ইং বুধবার রাতে অফিস কক্ষ ও পঞ্চম শ্রেণীর তালা ভেঙ্গে মালামাল নিয়ে যায়।
এর মধ্যে পঞ্চম শ্রেণীর তিনটি ফ্যান, অফিস কক্ষের তিনটি ফ্যান,একটা পুরাতন ল্যাপটপ, একটি সোলারের ব্যাটারি সহ আরো কিছু জিনিসপত্র নিয়ে যায়। চুরি যাওয়া মালামালের আনুমানিক মূল্য লক্ষ্যাধিক টাকার উপরে।
৭ নং রুহিয়া সেনিহারি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর ইসলাম বলেন, গতকাল রাতে আমাদের প্রতিষ্ঠানে চুরি হয়। চুরির বিষয়টি সকাল সাড়ে ৮টার দিকে আমাদের বিদ্যালয়ের দপ্তরী ও নৈশপ্রহরী আমাকে জানায়। ঘটনাটি শুনে আমি তাৎক্ষণিক বিদ্যালয়ে আসি, এবং দেখি। এর পরে চুরির বিষয়টি আমি ২০ নং রুহিয়া পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যানকে অবগত করি, এবং রুহিয়া থানা অবগত করি।
প্রধান শিক্ষক আরো অভিযোগ করে বলেন, আমাদের বিদ্যালয়টি রুহিয়া থেকে তিন কিলোমিটার দূরে এখানে আমাদের নৈশ প্রহরী আছে। তারপরও অফিসের তালা ভেঙ্গে চরি হয়। কিন্তু বিদ্যালয়ের মাঠে বাচ্চাদের খেলার জন্য অনেকগুলো রাইডার আছে। এগুলো যে কোন সময় কে নিয়ে যাবে তার নিশ্চয়তা নাই। আমরা এখন ভয়ে আছি এগুলাও চোরে নিয়ে যায় কিনা।
চুরির বিষয়ে অত্র প্রতিষ্ঠানের নৈশ প্রহরীর সাথে যোগাযোগ করতে চাইলে তিনি সাংবাদিকদের এড়িয়ে চলেন। এবিষয়ে তিনি সাংবাদিক সাথে কোন কথা বলবেন না, বলে নিজেই জানান।
রুহিয়া থানার এস আই রফিক জানান, অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আমাকে অবগত করলে আমি ঘটনাস্থল পরিদর্শন করি। পরিদর্শন শেষে তিনি বলেন, ৭ নং সেনিহারি প্রাথমিক বিদ্যালয় চুরি হয়েছে প্রধান শিক্ষক বলতেছে নৈশপ্রহরির ডিউটি ২৪ ঘন্টা। আর নৈশ প্রহরি বলতেছে আমার ডিউটি দিনে, রাতে আমার কোন ডিউটি নাই।
পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা বলেন আমাদের ক্লাসরুম থেকে তিনটি ফেন চুরি হয়ে যায়। ক্লাস রুমের ভিতরে খুব গরম তাই আমরা বাইরে আছি। ক্লাসরুমে থাকা যাচ্ছে না গরমের কারণে। এতে করে আমাদের ক্লাসের সমস্যা হচ্ছে।




