ফুলবাড়ীতে সা”পের কা”মড়ে স্কু’লছা’ত্রীর মৃ-ত্যু 

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিষধর সাপের কামড়ে লিমা আক্তার (১৪) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) ভোর রাতে উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের দক্ষিণ নগরাজপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত স্কুলছাত্রী লিমা ওই এলাকার আব্দুল লতিফ ও রোজিনা বেগম দম্পতির মেয়ে এবং নগরাজপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
তার পরিবার জানায়, লিমা রাতে খাবার পর তার মায়ের সঙ্গে একঘরে ঘুমিয়ে পড়ে। মাঝরাতে গোয়াল ঘরে মশার উপদ্রবে গরু দাপাদাপি শুরু করলে লিমার বাবার লিমাকে গোয়াল ঘরে মশার কয়েল জ্বালিয়ে দিতে বলে। বাবার কথা মত লিমা অন্ধকারে খাটের পাশে ঘরের দেয়ালে রাখা গোয়াল ঘরের চাবির গোছা নিতে গেলে বিষধর সাপ তার হাতে কামড় দেয়। সাপটি কামড় মেরে ঘরের ভিতর থাকা গর্তে ঢুকে পড়ে। সাপের কামড় খেয়ে লিমা চিৎকার শুরু করলে পরিবারের লোকজনসহ প্রতিবেশীরা এসে মাটির খুঁড়ে গর্ত থেকে সাপটিকে বের করে পিটিয়ে মেরে ফেলে।
এদিকে লিমার শরীরে বিষক্রিয়া শুরু হলে পরিবারের লোকজন তাকে দ্রুত কুড়িগ্রাম সদর হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক রোগীকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। চিকিৎসকের পরামর্শে লিমাকে নিয়ে রংপুরের উদ্দেশ্যে দেয় তার পরিবার। কিন্তু রংপুর পৌঁছানোর আগেই সকাল সাতটা নাগাদ পথেই মৃত্যু হয় লিমার।
নগরাজপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম আনোয়ারুল হক জানান, লিমা বিদ্যালয়ের একজন নিয়মিত ছাত্রী ছিল। সে কোনদিনই স্কুল ফাঁকি দিতোনা এবং অত্যন্ত মেধাবী ছিল। তার এমন অস্বাভাবিক মৃত্যুতে আমরা শোকাভিভূত।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার জানান, মরদেহের সুরতহাল শেষে লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা নথিভুক্ত করা হয়েছে।
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email