চট্টগ্রামের ফটিকছড়িতে পল্লী বিদ্যুৎ সমিতির লাইনম্যানদের দীর্ঘদিনের কর্মবিরতি শেষ হয়েছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর ১৩ সেপ্টেম্বর থেকে সকল লাইনম্যান পূর্ণভাবে কাজে ফিরবেন।
এর আগে, ৭ সেপ্টেম্বর সকাল থেকে প্রায় ২০০ লাইনম্যান ও কারিগরি কর্মকর্তা একযোগে দায়িত্ব থেকে সরে যাওয়ায় উপজেলার প্রায় দেড় লাখ গ্রাহক বিদ্যুৎ সমস্যায় পড়েন। ফটিকছড়ি জোনাল ও সাব-জোনাল অফিসের আওতায় প্রায় ১ লাখ ৫০ হাজার গ্রাহক বিদ্যুৎ সুবিধা ভোগ করেন।
কর্মবিরতির কারণে ঘরে ফ্রিজে রাখা খাবার নষ্ট হওয়া, ফার্মেসিতে ঔষধ সংরক্ষণে সমস্যা এবং বিদ্যুৎ-নির্ভর ক্ষুদ্র ব্যবসায়ীদের ক্ষতি হওয়ার মতো জটিল পরিস্থিতি তৈরি হয়।
ফটিকছড়ি জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার আবুল বাসার শামছুদ্দিন আহাম্মদ জানিয়েছেন,আন্দোলন স্থগিত হওয়ায় সকল লাইনম্যান কাজে ফিরেছেন। সবাইকে আন্তরিকভাবে সহযোগিতা করার জন্য অনুরোধ জানাই।
বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হওয়ায় সাধারণ জনগণ স্বস্তির নিঃশ্বাস ফেলেছে।
সংবাদটির পাঠক সংখ্যা : 28