বান্দরবানে গাঁ*জা সেবন করায় যুব’কের কা*রাদ*ণ্ড

বান্দরবানের লামা পৌরসভার মধুঝিরি পশ্চিমপাড়া এলাকা থেকে গাঁজা সেবনরত অবস্থায় নাসির উদ্দিন রনি (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে প্রশাসন। তিনি মৃত লিয়াকতের ছেলে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাত ১২টা দিকে এ ঘটনা ঘটে।

প্রশাসন সূত্রে জানা গেছে,গ্রেফতারকৃত রনি দীর্ঘদিন ধরে মাদক সেবন করে এলাকায় মাতলামি ও বিরক্তিকর আচরণ করে আসছিলেন।

এ সময় লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন মোবাইল কোর্ট পরিচালনা করে অপরাধ আমলে নেন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

স্থানীয় জনসাধারণ প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা মো. আব্দুল গফুর বলেন, এই যুবক মাদক সেবন করে প্রায়ই মাতলামি করত। এতে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠেছিল। আমরা চাই এই ধরনের অভিযান আরও জোরদার হোক। আরেকজন স্থানীয় নারী বাসিন্দা জানান, “মাদকের কারণে অনেক পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। রনির শাস্তি দেখে আশা করছি অন্যরা ভয়ে এসব কাজ থেকে বিরত থাকবে আমাদের বিশ্বাস।

এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হয়েছে। আগামী সমাজকে মাদকমুক্ত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে,জনস্বার্থে মাদকবিরোধী এ ধরনের অভিযান ও আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email