তৃণমূলের ত্যাগী নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে-ইদ্রিস মিয়া

চট্টগ্রামের পটিয়ায় বর্ণাট্য আয়োজনের মধ্য দিয়ে  বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।আসন্ন ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির পরিচ্ছন্ন রাজনীতি গড়ে তোলার আহ্বান জানানো হয় সমাবেশ থেকে ।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে পটিয়া উপজেলা ও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ ইদ্রিস মিয়া।এ সময় তিনি বলেন, “সাধারণ মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে স্বেচ্ছাসেবক দল সবসময় আন্দোলন করে আসছে। তৃণমূলের ত্যাগী নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

সমাবেশে প্রধান বক্তা ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ওয়াহিদুর রহমান বানি এবং উদ্বোধক ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক জেড আই কামাল।

চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনজুর আলম তালুকদারের সভাপতিত্বে ও সদস্য সচিব জমির উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইকবাল হায়দার চৌধুরী, আব্দুস সবুর, মাসুদ সিকদার, মুরাদুল আলম, মাইনুদ্দীন মনির, আলী হায়দার হিরু, তোহিদুল আলম, শহীদুল্লাহ চৌধুরী মানিক, মোহাম্মদ ফারুক, দিদারুল আলম, রাশেদুল আলম, মীর এস এম সরোওয়ার, আব্দুস সালাম, আবুল কাশেম মিয়া, সামশুল ইসলাম সুমন, আবদুল কাদের, আব্দুল বারেক, জমির উদ্দিন আজাদ, সাখাওয়াত হোসেন, গাজী দিদার, সেলিমুল্লাহ কবির, ইউসুফ জনি, সিরাজুল ইসলাম, সাইফুল ইসলাম, মো. জামাল, মোহাম্মদ শরীফ, ওমর ফারুক মিন্টু, মমিনুল হক, হেলাল মেম্বার, কাজী রিয়াদ, আরিফ হাসান, তারেক রহমান, মো. সোহান, সাদ্দাম হোসেন, জিয়া উদ্দিন জিয়া, আজম উদ্দিন, মো. দিদার, ইমরান, কাজী তাইফু, ইয়াছিন আরফাত, রাসেল প্রমুখ।

সমাবেশ শেষে বক্তারা আসন্ন নির্বাচনে বিএনপির আন্দোলন-সংগ্রামকে তৃণমূলে আরও জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email