টেকনাফে নয়াপাড়া রো*হি*ঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন ইউএনএইচসিআরের কান্ট্রি হেড

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন  জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (UNHCR) প্রতিনিধি ও কান্ট্রি হেড মি. ইভো ফ্রেইজেন।

বৃহস্পতিবার ১১ সেপ্টেম্বর তিনি ঢাকাস্থ সদর দপ্তর থেকে আগত একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

পরিদর্শনকারী প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন, সহকারী প্রতিনিধি (প্রোটেকশন) মি. ডেভিড ওয়েলিন এবং চিফ প্রোটেকশন কো-অর্ডিনেটর মিস জিং সং।

ক্যাম্প পরিদর্শনকালে তারা ইউএনএইচসিআর-এর বিভিন্ন অঙ্গসংগঠন ও চলমান প্রকল্পসমূহ সরেজমিনে ঘুরে দেখেন। এছাড়া প্রতিনিধি দল নয়াপাড়া এপিবিএন পুলিশ ক্যাম্পেও যান। সেখানে ক্যাম্প কমান্ডার জনাব হাসান হাফিজুর রহমান, পিপিএম ক্যাম্পের পানি, ড্রেনেজ, বিদ্যুৎ সরবরাহসহ অবকাঠামোগত চ্যালেঞ্জ এবং সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিষয়ে বিস্তারিত ব্রিফিং প্রদান করেন।

পরিদর্শন শেষে প্রতিনিধি দল সিআইসি মহোদয়ের আয়োজনে মধ্যাহ্নভোজে অংশ নেন। পরে আনুষ্ঠানিকভাবে পরিদর্শন কার্যক্রম সমাপ্ত করে বিকেলে  ক্যাম্প ত্যাগ করেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email