কর্ণফুলীতে টা’ইফ’য়েড টি’কাদান ক্যাম্পিং’র ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

চট্টগ্রামের কর্ণফুলীতে ব্যাপক উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো উপজেলা পযার্য়ে শিক্ষক, ধর্মীয় প্রতিনিধি ও কমিউনিটি লিডারগণের ওরিয়েন্টেশন সভা।

বৃহস্পতিবার(১১সেপ্টেম্বর)সকাল দশ ঘটিকায় এবং দুপুর এক ঘটিকায় দুই পর্বের মধ্যে দিয়ে কর্ণফুলী উপজেলা পরিষদের হল রুমে উপজেলা প্রশাসন কর্ণফুলীর সহযোগিতায় এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আয়োজিত উক্ত ওরিয়েন্টেশন সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র কমকর্তা ডাঃ সঞ্চালনায় ডাঃতাসিন মোস্তফা এবং কর্ণফুলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কমকর্তা ডাঃ মোছাম্মৎ জেবুন্নেসা কেয়া’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব কান্তি রুদ্র।

এ সময় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কমকর্তা দ্বিজেন ধর,উপজেলা স্বাস্থ্যকর্মী আলী আকবর,চরলক্ষ্যা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তালেব চৌধুরী সহ কর্ণফুলী উপজেলার পাঁচটি ইউনিয়নের বিভিন্ন সরকারী-বেসরকারী ও কেজি স্কুলের প্রধান শিক্ষক,ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ এবং কমিউনিটি লিডার বৃন্দ।

এসময় উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার বৃন্দ তাঁদের বক্তব্যে বলেন টাইফয়েড একটি মারাত্মক রোগ,সরকার এ রোগ প্রতিরোধে বিনামূল্যে টিকাদান কর্মসূচীর উদ্যোগ গ্রহণ করেছেন।

আমরাও চাই সারাদেশের মতো কর্ণফুলী উপজেলাতে ও শতভাগ ভাবে এ টিকাদান নিশ্চিত করতে,এক্ষেত্রে আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন,আপনাদের সহযোগীতা পেলে আমরা অবশ্যয় সফল ভাবে টাইফয়েড টিকাদান কর্মসূচী সফল ভাবে বাস্তবায়ন করতে পারবো।

উল্লেখ, আগামী ১২ই অক্টোবর থেকে দেশব্যাপী অনলাইনে নিবন্ধনের মাধ্যমে ৯মাস থেকে ১৫বছর বয়সী সকল শিশু -কিশোরদের মাঝে এ টাইফয়েড টিকাদান কমসূচী শুরু হবে,ইতিপূর্বে এ কর্মসূচী সফল ভাবে বাস্তবায়ন করতে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন স্বাস্থ্য বিভাগ ও অর্ন্তবতী সরকার।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email