চাকরি না করে মাসের পর মাস বেতন উত্তোলন

জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলা ৩নং গুনারীতলা ইউনিয়ন পরিষদের অনীয়ম, সীমাহীন দুর্নীতি, চাকরি না করে সরকারী কোষাগার থেকে মাসের পর মাস বেতন উত্তোলন, প্যানেল চেয়ারম্যানের বউয়ের নামে বিজিএফ কাড়সহ নানা দুর্নীতি করে চলছে এই ইউনিয়ন পরিষদে। জম্ম নিবন্ধন, ১%, কর্মসৃজন, মাতৃকালীন কার্ডসহ  বিভিন্ন জনের কাছ থেকে টাকা নিয়েছেন বলে অভিযোগে পাওয়া গেছে।

বিভিন্ন ভুক্তভুগী মানুষের কাছে থেকে জানা যায়, মাদারগঞ্জ উপজেলা ৩নং গুনারীতলা ইউনিয়ন পরিষদ মোঃ আমজাদ হোসেন(আদালত) তার ছেলে মোঃ মোখলেছুর রহমান সচীবকে ম্যানেজ করে ঢাকা কাষ্টমে চাকরী করে আবার বাড়িতে যখন ছুটিতে আসে  তখন ৩নং গুনারীতলা ইউনিয়ন পরিষদে হাজিরা দেখায় কয়েক মাসের। এভাবেই একজন ব্যাক্তি চাকরী করছে দুই জায়গাই।

এ দিকে মোঃ আমজাদ হোসেনের স্ত্রী মোখলেছুর রহমানের মা বাড়িতে বসে থাকে মাটি কাটার বেতন পান। এই ভাবে আরোও অনেকেই মাটি কাটা কার্ড নিয়ে ঘরে বসে বেতন পান। মোঃ আমজাদ হোসেন দফাদার (আদালত) দীর্ঘদিন কষ্টে জীবন যাপন করলেও অল্প দিনে দু’তলা ফান্ডশনবিশিষ্ট বাড়ি করেছে।

এই ৩নং গুনারীতলা ইউনিয়ন পরিষদে অল্প দিনে দফাদার দু’তলা বাড়ি করে। এই বিষয়ে সচিব আশরাফুল ইসলাম সুমন তার সাথে যোগাযোগ করলে তিনি বলেন, দফাদারের বিষয়ে কোন রির্পোট করবেন না।তিনি সকল বিষয়  অস্বীকার করেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email