বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে ২,৪০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে আটক করেছে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)।
মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে সীমান্ত পিলার ৩১/২-আর সংলগ্ন মন্ডলপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার ব্যাটালিয়নের ঘুমধুম বিওপির একটি বিশেষ টহল দল সীমান্তবর্তী এলাকায় অভিযান চালায়। এসময় দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটকরা হলেন—ঘুমধুম পশ্চিমপাড়ার মৃত মীর কাসেমের পুত্র মো. রশিদ আহমেদ (৩৬) এবং উখিয়া ঘাট এলাকার আবদুল করিমের পুত্র মো. ওমর ফারুক (১৮)। তল্লাশির সময় তাদের কাছ থেকে ২,৪০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং পাচারে ব্যবহৃত একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।
কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল এস এম খায়রুল আলম (পিএসসি) বলেন, “সীমান্তবর্তী এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সজাগ রয়েছে। আটক আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় মামলা রুজু করে স্থানীয় থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।” তিনি আরও বলেন, “দায়িত্বপূর্ণ এলাকায় জনমনে স্বস্তি ফিরিয়ে আনতে বিজিবির মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।”
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে নাইক্ষ্যংছড়ি সীমান্তপথে ইয়াবাসহ নানা ধরনের চোরাচালান হয়ে আসছিল। তবে বিজিবির ধারাবাহিক অভিযানের ফলে সীমান্ত এলাকায় সাধারণ মানুষের মনে নিরাপত্তার অনুভূতি তৈরি হয়েছে।