রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের হাদুপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেরামত কাজে সহায়তা হিসেবে টিন বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মারিশ্যা জোন (২৭ বিজিবি)।
সোমবার (২৫ আগস্ট) সম্প্রীতি ও উন্নয়ন কর্মসূচির আওতায় নিউলংকর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অবস্থিত বিদ্যালয়ে মোট ০৪ বান টিন প্রদান করা হয়। টিন গ্রহণ করেন স্কুল কমিটির সদস্য বজেন্দ্র কারবারি (৫০), গ্রাম-হাদুপাড়া, ইউনিয়ন-সাজেক, থানাঃ বাঘাইছড়ি।
এসময় মারিশ্যা জোন (২৭ বিজিবি)-এর জোন কমান্ডার লে. কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন,“মারিশ্যা জোন শুধু নিরাপত্তা প্রদানেই সীমাবদ্ধ নয়, বরং জনগণের পাশে থেকে কল্যাণমূলক কর্মকাণ্ডও পরিচালনা করছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।”
বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়রা এ উদ্যোগের জন্য বিজিবিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
সংবাদটির পাঠক সংখ্যা : 71