বাঘাইছড়ির সাজেকে হাদুপাড়া স্কুলে ২৭বিজিবির টিন বিতরণ

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের হাদুপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেরামত কাজে সহায়তা হিসেবে টিন বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মারিশ্যা জোন (২৭ বিজিবি)।

‎‎সোমবার (২৫ আগস্ট) সম্প্রীতি ও উন্নয়ন কর্মসূচির আওতায় নিউলংকর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অবস্থিত বিদ্যালয়ে মোট ০৪ বান টিন প্রদান করা হয়। টিন গ্রহণ করেন স্কুল কমিটির সদস্য বজেন্দ্র কারবারি (৫০), গ্রাম-হাদুপাড়া, ইউনিয়ন-সাজেক, থানাঃ বাঘাইছড়ি।
‎‎

এসময় মারিশ্যা জোন (২৭ বিজিবি)-এর জোন কমান্ডার লে. কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন,‎“মারিশ্যা জোন শুধু নিরাপত্তা প্রদানেই সীমাবদ্ধ নয়, বরং জনগণের পাশে থেকে কল্যাণমূলক কর্মকাণ্ডও পরিচালনা করছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।”
‎‎

বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়রা এ উদ্যোগের জন্য বিজিবিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email