চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার এক মফস্বল সাংবাদিককে গুম করার হুমকি দেওয়া হয়েছে। সম্প্রতি মোবাইল ফোন এবং ফেসবুকের বেনামী আইডি থেকে তাকে বারবার ভয়ভীতি প্রদর্শন করা হয়।
হুমকি পাওয়া সাংবাদিক নেজাম উদ্দী রাঙ্গুনিয়ার প্রতিনিধি হিসেবে দৈনিক আলোকিত সকাল এবং ঢাকা থেকে প্রকাশিত আশ্রয় প্রতিদিন পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত।
নেজাম উদ্দীন জানান, গত ২১শে আগস্ট তিনি “চট্টগ্রামে বিতর্কিত যুবক বিজেপির নেতা হওয়ার রহস্য” এবং “হাছান মাহমুদের ভ্যানগার্ড ইকরাম এখন বিজেপির চট্টগ্রাম জেলা নেতা” শিরোনামে দুটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেন। এ সংক্রান্ত একটি অডিও ভাইরাল হলে সংশ্লিষ্ট মহল তার বিরুদ্ধে মিথ্যাচার ও বিভ্রান্তি ছড়ানো শুরু করে।
এরই ধারাবাহিকতায় একটি মোবাইল নাম্বার (01786179747) থেকে তাকে হুমকি দিয়ে বলা হয়,
“আমার নেতার নামে যে নিউজ করছিলি, ৪৮ ঘণ্টার মধ্যে ডিলেট করে ক্ষমা চাইবি। না হলে তুই যে বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার সময় ছাত্রলীগের প্রোগ্রামে ছবি তুলছিলি তা দিয়ে বারোটা বাজিয়ে দেবো। গুম করাও সময়ের ব্যাপার।”
এছাড়া, বিভিন্ন ভুয়া ফেসবুক আইডি থেকেও তাকে নিয়ে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে বলে দাবি করেছেন সাংবাদিক নেজাম উদ্দীন।
তিনি বলেন, “২০১৭ সালে বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার সময়কার একটি ছবি ব্যবহার করে বিভ্রান্তি তৈরি করছে। এখন ২০২৫ সালে এসে এইসব আজগুবি তথ্য দিয়ে নিজেদের অপরাধ ঢাকতে চাইছে। আমি দ্রুত আইনি ব্যবস্থা নেবো এবং সাংবাদিক সমাজ ও সচেতন নাগরিকদের এ বিষয়ে সতর্ক থাকার অনুরোধ করছি।”
সাংবাদিক মহল ঘটনাটিকে গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ ও নিরাপত্তাহীনতার চিত্র বলে আখ্যা দিয়েছেন।