ভূজপুরে দুবাই প্রবাসী মাওলানা শোয়াইব সুলায়মানী সংবর্ধিত

নেজামে ইসলাম পার্টি সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, সাবেক ছাত্রনেতা মাওলানা শোয়াইব সুলায়মানী উপজেলা বৃহত্তর প্রবাসী সংগঠন, ভূজপুর প্রবাসী ওলামা পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় সংবর্ধনা দিয়েছেন, নেজামে ইসলাম পার্টি ভূজপুর শাখা।

বৃহস্পতিবার (২১ আগস্ট) ভূজপুর ইউনিয়ন পরিষদের হল রুমে আয়োজিত বিশাল সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নেজামে ইসলাম পার্টির আন্তর্জাতিক বিষয়ক সচিব, ফটিকছড়ি থেকে মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, বিশিষ্ট সমাজসেবক, দানবীর ও শিক্ষানুরাগী আল্লামা শেখ হুসাইন মুহাম্মদ শাহজাহান ইসলামাবাদী।
অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন, নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় নেতা, বিশিষ্ট রাজনীতিবিদ আল্লামা জুনাইদ বিন জালাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভূজপুর প্রবাসী ওলামা পরিষদের প্রতিষ্ঠাতা ও সমন্বয়ক সাংবাদিক মাওলানা আজগর সালেহী, নেজামে ইসলাম পার্টির সমাজ কল্যাণ সম্পাদক- মাওলানা এরশাদ বিন জালাল, প্রবাসী ওলামা পরিষদের সাবেক সভাপতি- মাওলানা মুহিব্বুল্লাহ আমিনী, সহ সভাপতি- মাওলানা হাবিবুল্লাহ দিদু, প্রতিষ্ঠাতা পৃষ্ঠপোষক মাওলানা নুরুল আবছার।

মাওলানা আবু তালেব ভূজপুরী, মাওলানা এম. নিজাম উদ্দিন, মাওলানা রফিকুল ইসলাম ও মুফতি আমিনুল ইসলামের যৌথ সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মাওলানা রাসেল, মাওলানা ইয়াকুব, মাওলানা ইমরুল হাসান, মাওলানা সোয়াইব আজম, মাওলানা রাশেল ও মাওলানা সোহাইল।

অতিথিবৃন্দরা ভূজপুর প্রবাসী ওলামা পরিষদের ভুয়সী প্রশংসা করে, মাওলানা শোয়াইব সুলায়মানীর নেতৃত্বে আগামীতে আরো বেশী সামাজিক সেবামূলক কাজের আহ্বান জানান।

উল্লেখ্য, ভূজপুর প্রবাসী ওলামা পরিষদ প্রবাসে অবস্থানরত ভূজপুরের ওলামায়ে কেরামের সর্ববৃহত সামাজিক ও মানবিক সংগঠন। সংগঠন টি প্রতিষ্ঠার পর থেকে এলাকার নিম্ন ও মধ্যবৃত্ত আয়ের আলেম ওলামা, ইমাম খতিব ও সাধারণ মানুষের মাঝে নগদ অর্থ সহ বিভিন্ন রকমের সহযোগিতা করে আসছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email