চট্টগ্রামের সাতকানিয়ায় ছদাহা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ছাত্রলীগের সাতকানিয়া উপজেলার সাবেক সাধারণ সম্পাদককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৩ আগস্ট) বিশেষ অভিযান পরিচালনা করে কেঁওচিয়া এবং ছদাহা এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
আটককৃতরা হচ্ছে মো. মোরশেদুল আলম দুলু ছদাহা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড এলাকার মৃত নুর আহাম্মদের ছেলে ও ইয়ামিনুর রহমান ইমন এওচিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড এলাকার মৃত আব্দুল মাবুদের ছেলে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জাহেদুল ইসলাম বলেন, দুলু এবং ইমন নামের দু’জন রাজনৈতিক মামলার আসামী এলাকায় অবস্থানের সংবাদ পেয়ে পুলিশ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয় বলে জানান।
সংবাদটির পাঠক সংখ্যা : 126