ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা আনসার ও ভিডিপির উদ্যগে বৃক্ষ রোপন অভিযান-২০২৫ এর কর্মসূচী পালন করা হয়েছে। সারা দেশের ন্যায় বালিয়াডাঙ্গী উপজেলা আনসার ভিডিপি কার্যালয় কর্তৃক আয়োজিত উপজেলা কার্যালয়ে ভিতরে বিভিন্ন ফলজ, ঔষধী ও বনজ চাড়াগাছ রোপন করা হয়েছে।
এ উপলক্ষে উপজেলা আনসার ভিডিপি কার্যালয়ে বৃক্ষরোপনের আলোচনা অনুষ্ঠিত হয়ে। উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় চত্বরে উপকারভোগী উপজেলা আনসার ও ভিডিপি সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য রেখে গাছের চারা রোপনের মাধ্যমে বৃক্ষ রোপন অভিযানের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মফিজুর রহমান আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছাঃ সাহারা বেগম । উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষকা মোছাঃ ইতি মনি খাতুন আরও উপস্থিত ছিলেন হরিপুর উপজেলার প্রশিক্ষক মেহেদী হাসান । যুব উন্নয়ন কর্মকর্তা জুলফিকার আলী চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন কমান্ডার, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের আনসার ও ভিডিপি কমান্ডার সহ আনসার ও ভিডিপি’র দলনেতা ও দলনেত্রীবৃন্দ।
উপজেলা নির্বাহী অফিসার মফিজুর রহমান বলেন,আসুন সকলে দেশের পরিবেশ রক্ষার্থে ও বিশুদ্ধ অক্সিজেনের জন্য বাড়ির আংগিনায় বৃক্ষ রোপন করি।গাছ মানুষের পরম বন্ধু।