লংগদুতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত

“প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্ত্বে অগ্রগতি” এই প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় রাঙ্গামাটির লংগদুতপ জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে।

১২ আগস্ট (মঙ্গলবার) সকাল ১০ টায় “প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিতে অগ্রগতি”
—এই প্রতিপাদ্যে উপজেলা পরিষদের সামনে থেকে এক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে লংগদু পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্বাস উদ্দিন মিজি’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ ওয়াসিফ রহমান।

‎এসময় আরও উপস্থিত ছিলেন লংগদু ফায়ার সার্ভিসের প্রতিনিধি, লংগদু প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা মোঃ এখলাস মিয়া খান, উপজেলা প্রকৌশলী মোঃ শামসুল আলম সহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, প্রশিক্ষণপ্রাপ্ত যুবক-যুবতী ও গণমাধ্যম কর্মীগন।

আলোচনা সভা শেষে যুব উন্নয়ন অধিদপ্তরের অধীনে প্রশিক্ষিত বেকার যুবক-যুবতীদের মাঝে ঋণের চেক বিতরণ করেন অতিথিবৃন্দ।

প্রধান অতিথি বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোসাইন বলেন, দেশের ক্লান্তিলগ্নে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করে প্রযুক্তি নির্ভর জ্ঞান অর্জনের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করতে পারলে একটি সমৃদ্ধশালী সোনার বাংলা গড়ে তোলা সম্ভব। এজন্য যুব সমাজকে এগিয়ে আসতে হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email