চট্টগ্রামের সাতকানিয়ায় ৩ রেস্তোরাঁ মালিককে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পচা বাসি খাবার সংরক্ষণ, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও পরিবেশন, অযথা ময়লা উন্মুক্ত স্থানে ফেলা এবং গ্যাস সিলিন্ডারের অবৈধ সংরক্ষণসহ বিভিন্ন অপরাধের দায়ে তিন রেস্তোরাঁর মালিকের কাছ থেকে এই জরিমানা আদায় করা হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসানের নেতৃত্বে কেরানিহাট এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে আল-আকসা রেস্টুরেন্ট, মেহফিল রেস্টুরেন্ট ও আল-ঈশান রেস্টুরেন্টের মালিকদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
জানা গেছে, সংশ্লিষ্ট রেস্তোরাঁগুলোতে খাদ্য নিরাপত্তা আইন লঙ্ঘন করে পচা বাসি খাবার সংরক্ষণ ও অস্বাস্থ্যকর পরিবেশে রান্না ও খাদ্য পরিবেশন করা হচ্ছিল। এছাড়া রান্নাঘর অস্বচ্ছল ছিল এবং ময়লা উন্মুক্ত স্থানে ফেলা হচ্ছিল। গ্যাস সিলিন্ডারও সঠিক নিয়ম মেনে সংরক্ষণ করা হচ্ছিল না।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৫২ ধারায় এই অভিযান পরিচালিত হয়। এ ছাড়া কেরানিহাট কাঁচা বাজারে মূল্য তালিকা প্রদর্শন নিশ্চিত করার জন্য অভিযান চালানো হয়। বাজারের মাছ, মাংস ও ফলের দোকানগুলোতে মূল্য তালিকা টানানোর ব্যবস্থা করা হয়। চিংড়ি মাছের জেলি পরীক্ষা ও ওজন পরিমাপের যন্ত্রও যাচাই করা হয়।
সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান বলেন, ভোক্তার অধিকার রক্ষায় এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে আমরা নিয়মিতভাবে এ ধরনের অভিযান চালিয়ে যাবো। যারা আইন ভঙ্গ করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।