বাইশারীতে ভিজিডি কার্ড বণ্টনে ব্যাপক অ”নি’য়ম: রা’জনৈতিক প্র”ভাব ও স্বজনপ্রীতির অ”ভি’যোগ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে ২০২৫-২৬ অর্থবছরের ভিজিডি কার্ড বণ্টনে চরম অনিয়মের অভিযোগে এলাকাজুড়ে চলছে তীব্র ক্ষোভ। স্থানীয়দের অভিযোগ—যারা দিনে এনে রাতে খান, সেই প্রকৃত হতদরিদ্র ও দুঃস্থদের নাম বাদ দিয়ে কার্ড দেওয়া হয়েছে আর্থিকভাবে স্বচ্ছলদের হাতে।

অভিযোগে আরও বলা হয়, ২০২৪-২৫ অর্থবছরে যারা ভিজিডি কার্ড পেয়েছিলেন, তাদের নাম ফের তালিকায় ঢুকিয়ে নতুন অসহায় পরিবারগুলোকে বঞ্চিত করা হয়েছে।

এ বিষয়ে এক ইউপি সদস্য ক্ষোভ প্রকাশ করে বলেন, “আগের মতো স্বাধীনভাবে কাজ করতে পারছি না বিএনপি-জামায়াতের দাপটের কারণে।”

এ বিষয়ে জানতে চাইলে বাইশারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলম (কোম্পানি) এ প্রতিবেদককে বলেন, “প্রত্যেক ওয়ার্ডে বিএনপি-জামায়াতের তিনজন করে প্রতিনিধি দিয়েছি প্রকৃত হতদরিদ্রদের বাছাই করার জন্য। তারা যেভাবে তালিকা দিয়েছে আমরা সেভাবেই করেছি। এখানে আমার কিছু করার ছিল না।”

স্থানীয়দের দাবি, রাজনৈতিক প্রভাব ও স্বজনপ্রীতির মাধ্যমে তৈরি এ তালিকা বাতিল করে সঠিক যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রকৃত গরিবদের অন্তর্ভুক্ত করতে হবে। না হলে এ ধরনের কেলেঙ্কারি আরও বাড়বে বলে আশঙ্কা করছেন তারা।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email