জামালপুরে শিজুওকা জাপানিজ ল্যাঙ্গুয়েজ ইনষ্টিটিউটের উদ্বোধন

জামালপুরে শিজুওকা জাপানিজ ল্যাঙ্গুয়েজ ইনষ্টিটিউটের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ আগস্ট) রাতে সদর উপজেলার নরুন্দি বাজার এলাকায় শিজুওকা জাপানিজ ল্যাঙ্গুয়েজ ইনষ্টিটিউটের আয়োজনে স্কুলটির সভা কক্ষে এই আলোচনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ছাতিয়ানতল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদুল ইসলাম রাসেলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ৪ নং তুলশীরচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হায়দার আলী, নরুন্দি বাজার জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মুফতি সুহাইল আহমেদ, ৪ নং তুলশীরচর ইউনিয়ন ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি লিটন মিয়াসহ অন্যান্যরা।

এ সময় বক্তারা বলেন, বাংলাদেশের অর্থনীতিকে প্রবৃদ্ধি রাখতে সবচেয়ে বড় ভূমিকা রাখেন প্রবাসীরা আর প্রবাসীরা শুধু মাত্র ভাষার জন্য অনেক সময় বিদেশে গিয়ে সমস্যার মুখে পড়ে। তাই এই সমস্যা থেকে প্রবাসীদের রক্ষা করেতে নিজ দেশে বেশি বেশি বিদেশি ভাষা শিখানোর জন্য স্কুল প্রতিষ্ঠার জন্য আহ্বান জানান বক্তারা।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email