সী’মা’ন্তে বি’জি’বির অ’ভিযা’নে ২৫ লা’খ টা’কা’র ১৫টি বার্মিজ গ’রু জ’ব্দ

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার জুমছড়ি এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১৫টি বার্মিজ গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃত গরুগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ২৫ লাখ ৫০ হাজার টাকা।

বিজিবি সুত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে রবিবার ভোর রাত ৩টার দিকে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর অধিনায়কের নেতৃত্বে একটি বিশেষ দল জুমছড়ি এলাকায় অভিযান চালায়। এসময় মালিকবিহীন অবস্থায় ১৫টি বার্মিজ গরু আটক করা হয়। পরে গরুগুলো ব্যাটালিয়ন সদরে নিয়ে আসা হয় এবং নিলাম কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল এস কে এম কফিল উদ্দিন কায়েস বলেন, “বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত দিয়ে চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ ও আন্তঃরাষ্ট্রীয় অপরাধ ঠেকাতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। মালিকবিহীন গবাদিপশু সীমান্ত নিরাপত্তার জন্য হুমকি হতে পারে, তাই দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে।”

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় চোরাকারবারিদের বিরুদ্ধে প্রতিনিয়ত অভিযান পরিচালনা করছে বিজিবি। স্থানীয় বাসিন্দারাও বিজিবির এসব উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email