ফটিকছড়ি প্রেসক্লাব সভাপতি মাসুদের নামাজে জা*নাজা সম্পন্ন, পারিবারিক ক*বরস্থানে দা*ফন

দৈনিক নয়া দিগন্তের ফটিকছড়ি প্রতিনিধি ও ফটিকছড়ি প্রেসক্লাবের সভাপতি বিশিষ্ট সাংবাদিক সৈয়দ মোহাম্মদ মাসুদের নামাজে জানাজা সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুর ২টায় উচ্চ ফটিকছড়ি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন তার চাচা অধ্যক্ষ সাঈদ মোহাম্মদ আবু নোমান। পরে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়।

সৈয়দ মো. মাসুদের জানাজায় ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা, ফটিকছড়ি, ভূজপুর ও নাজিরহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জগণ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ফটিকছড়ি প্রেসক্লাব, সামাজিক সংগঠনের প্রতিনিধি, অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

তার মৃত্যুতে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, ফটিকছড়ি প্রেসক্লাব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছে এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

জানা গেছে, গত কয়েকদিন ধরে তিনি শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। ৩০জুলাই বুধবার সন্ধ্যায় হঠাৎ অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রামের একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সাংবাদিক সৈয়দ মো. মাসুদ ছিলেন একজন সৎ, ন্যায়পরায়ণ এবং শিক্ষানুরাগী ব্যক্তি। তিনি মৃত্যুর আগ পর্যন্ত দৈনিক নয়া দিগন্তে প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি দীর্ঘদিন ফটিকছড়ির গুলতাজ মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ এবং ভূজপুর ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে শিক্ষকতা করেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email