নাইক্ষ্যংছড়ির রা’ঙ্গাঝি’রি’তে প্রবাসীর ঘরে হা’ম’লা: শি*শু অ’পহ’র’ণ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের রাঙ্গাঝিরি এলাকায় গভীর রাতে মুখোশধারী সশস্ত্র সন্ত্রাসীরা এক গৃহস্থের বাড়িতে হানা দিয়ে সাত বছরের এক শিশুকে অপহরণ করেছে।

মঙ্গলবার (২৯ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে এ ঘটনাটি ঘটে।

অপহৃত শিশুর নাম বাপ্পি (৭)। সে সৌদি প্রবাসী মো. সাবুল কাদের ও গৃহবধূ শাহেদিয়া দম্পতির একমাত্র সন্তান।

শিশুর মা শাহেদিয়া জানান, “রাত আনুমানিক বারোটার দিকে হঠাৎ অস্ত্রধারী মুখোশপরা কয়েকজন লোক আমাদের ঘরে ঢুকে পড়ে। আমাদের কিছু বলারও সুযোগ দেয়নি, চোখের সামনে আমার একমাত্র ছেলেকে তুলে নিয়ে যায়।”

পরিবারের বরাত দিয়ে জানা গেছে, অপহরণকারীরা সবাই বাঙালি বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পরপরই তারা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সহযোগিতা চায়। তবে মঙ্গলবার (৩০ জুলাই) সকাল পর্যন্ত শিশুটির কোনো খোঁজ মেলেনি।

রাঙ্গাঝিরি এলাকার স্থানীয় বাসিন্দা মো. কালু বলেন, “এভাবে একটা শিশুকে বাড়ি থেকে তুলে নেওয়া শুধু অমানবিক না, এটা এলাকার নিরাপত্তাকেই প্রশ্নবিদ্ধ করে। দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি খারাপ হবে।”

সাবেক ইউপি সদস্য ফরিদুল আলম বলেন, “এমন ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক বিরাজ করছে। প্রশাসনের উচিত দ্রুত শিশুটিকে উদ্ধার করে অপহরণকারীদের আইনের আওতায় আনা।”

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসরুরুল হক বলেন, “ঘটনাটি আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছি। শিশুটিকে উদ্ধারে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। কিছু তথ্য আমাদের হাতে এসেছে, যাচাই-বাছাই চলছে।”

স্থানীয়রা জানান, কিছুদিন ধরে বাইশারী ও আশপাশের পাহাড়ি এলাকায় অপরাধমূলক তৎপরতা বেড়েছে। সন্ধ্যার পর অনেকেই নিরাপত্তাহীনতায় বাড়ির বাইরে যান না।

এ ঘটনায় পরিবার ও এলাকাবাসীর পাশাপাশি সাধারণ জনগণও দ্রুত উদ্ধার অভিযানের দাবি জানিয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email