টেকনাফে পাহাড়ে ডা’কা’তের আ’স্তা’না’য় অ’ভিযা’ন, অ’স্ত্র-গু’লি উ’দ্ধা’র

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলার গহিন পাহাড়ে ডাকাতদলের আস্তানায় বিজিবি ও র‌্যাবের যৌথ অভিযানে দেশি-বিদেশি অস্ত্র, গোলাবারুদ ও গ্রেনেড উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুর থেকে বিকেল পর্যন্ত চার ঘণ্টা টেকনাফের হ্নীলা রঙ্গিখালী গহিন পাহাড়ে এ অভিযান চলে।

৩০ জুলাই বুধবার দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেন উখিয়া ব্যাটালিয়ন (৬৪) বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন।

তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় একটি গ্রুপের চারজন ডাকাত টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী গলাচিরা নামক গহিন পাহাড়ে সাময়িক আস্তানা গেড়ে সেখানে অবস্থান করছে।

এ তথ্যের প্রেক্ষিতে মঙ্গলবার বিজিবি ও র‌্যাবের দুইটি স্পেশাল টহল দল হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী গলাচিরা পাহাড়টি বাইরে থেকে ঘিরে ফেলে। ডাকাত দল বিজিবি ও র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পাহাড়ে লুকিয়ে পড়ে ও দুর থেকে দুই রাউন্ড ফাঁকা ফায়ার করে দ্রুত পালিয়ে যায়।

পরবর্তীতে বিজিবি ও র‌্যাবের স্পেশাল টহল দল ওই পাহাড়ে তল্লাশি চালিয়ে ডাকাত দলের আস্তানায় লুকিয়ে রাখা ১টি বিদেশি অস্ত্র (ইউজি আই) ২টি একনলা গাদা বন্দুক (লং ব্যারেল), ৪টি আর্জেস হ্যান্ড গ্রেনেড (বডিসেট ফিউজসহ), ১০ রাউন্ড গুলি উদ্ধার করে।

তিনি আরও বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে জানা যায় রঙ্গিখালীতে ডাকাত দল মাদক চোরাচালানি গুম, খুন, চাঁদাবাজি ও অপহরণসহ নানাবিধ অনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতো। বিজিবি ও র‌্যাবের যৌথ অভিযানের ফলে স্থানীয় জনসাধারণের মাঝে স্বস্তি ফিরে এসেছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি টেকনাফ মডেল থানায় আলামত হিসেবে জমা ও হ্যান্ড গ্রেনেড ধ্বংস করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়া আসামীদের বিরুদ্ধে গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email