রাঙ্গামাটির লংগদুতে রাস্তার নির্মাণ কাজের সময় যাত্রীবাহি মোটর বাইকের ধাক্কায় খলিলুর রহমান (৪৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ১১টায় উপজেলার বাইট্টাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহতের বাড়ি উপজেলার মাইনীমুখ ইউনিয়নের (৫নং ওয়ার্ড) ইসলামাবাদ এলাকায়।
স্থানীয়দের তথ্যমতে জানাযায়, খলিলুর রহমান প্রতিদিনের ন্যায় সকালে অন্যান্য শ্রমিকের সাথে কাজ করছিলেন। হঠাৎ স্থানীয় একজন (ভাড়ায় চালিত) মোটর সাইকেল চালক যাত্রীসহ দ্রুতগতিতে গাড়িটি নিয়ে কাছাকাছি আসতে দেখে দ্রুত সরে যেতে চেয়েও শেষ রক্ষা হয়নি, ফলে গাড়ির ধাক্কায় সড়কে পড়ে গিয়ে মাথায় প্রচন্ড আঘাত প্রাপ্ত হলে তাৎক্ষনিক ভাবে উদ্ধার করে লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করেন। পরবর্তীতে খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন।
বিষয়টি নিশ্চিত করে লংগদু থানার ওসি (তদন্ত) সরজিৎ কুমার দেব জানান, আজ সকাল লংগদু টু বাইট্টাপাড়া রাস্তায় নির্মাণ কাজের সময় দিকে মোটরসাইকেল দূর্ঘটনা ঘটে। এতে খলিলুর রহমান নামের এক শ্রমিক গুরুতর আহত হলে খাগড়াছড়ি হাসপাতালে নেওয়া হয় এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। এ ব্যাপারে থানায় ফোন অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।