ঠাকুরগাঁও সদর উপজেলার ঢোলারহাটে দ্রুতগামী মহেন্দ্র ট্রাক্টরের চাপায় মোঃ আলতাফ হোসেন (৫৭) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ঢোলারহাট বাজারের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলতাফ হোসেন সদর উপজেলার ধর্মপুর গ্রামের বাসিন্দা। তিনি ঢোলারহাট বাজার থেকে কেনাকাটা শেষে নিজ বাড়িতে ফিরছিলেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান,বাজার থেকে সাইকেলে করে ফেরার পথে পেছন দিক থেকে একটি দ্রুতগামী মহেন্দ্র ট্রাক্টর তাকে চাপা দেয়। ঘটনাস্থানেই তার মৃত্যু হয়, রুহিয়া থানার উপপরিদর্শক (এসআই) মোতালেব জানান,পুলিশ ঘটনাস্থানে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। এ ঘটনায় মাহিন্দ্র ট্রাক্টরটি জব্দ করা হয়েছে,প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সংবাদটির পাঠক সংখ্যা : 92