বাঘাইছড়িতে বি’জি’বির অ’ভিযা’নে অ’বৈ’ধ কাঠ জ’ব্দ

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার বিভিন্ন এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আনুমানিক ১৪ লাখ টাকার অবৈধ সুইং করা আগর কাঠ জব্দ করছে ২৭ বিজিবি মারিশ্যা জোন।

রবিবার (২৭ জুলাই) সন্ধ্যায় বিজিবির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি অবগত করা হয়েছে।

বিজিবি জানায় গত ১৬ জুলাই ২০২৫ তারিখ মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) এর অধীনস্থ প্রশিক্ষণ টিলা বিজিবি ক্যাম্পের হাবিলদার আল-মামুন এর নেতৃত্বে চেক পোষ্টে সিএনজি তল্লাশী করে মালিকবিহীন ২০ কেজি আগর কাঠ জব্দ করতে সক্ষম হয়। যার সিজার মূল্য ৬০,০০০/- (ষাট হাজার) টাকা।

এছাড়া গত ১৭ জুলাই ২০২৫ তারিখ মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) এর অধীনস্থ প্রশিক্ষণ টিলা বিজিবি ক্যাম্পের হাবিলদার আব্দুল হামিদ এর নেতৃত্বে চেক পোষ্টে সিএনজি তল্লাশী করে মালিকবিহীন ৬০ কেজি আগর কাঠ জব্দ করতে সক্ষম হয়। যার সিজার মূল্য- ১,৮০,০০০/- (এক লক্ষ আশি হাজার) টাকা।

গত ২৪ জুলাই ২০২৫ তারিখ মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) এর হাবিঃ মোঃ আব্দুল গফুর, বিজিবিএম এর নেতৃত্বে একটি টহল দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মারিশ্যা বাস স্ট্যান্ড এলাকা হতে পরিত্যক্ত অবস্থার অবৈধ ৮১ ঘনফুট চাপালিশ কাঠ আটক করতে সক্ষম হয়। যার সিজার মূল্য ১,২১,৫০০/- (এক লক্ষ একু হাজার পাঁচশত) টাকা

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল ২৬ জুলাই মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকা পুরাতন মারিশ্যা হতে সুবেদার মোঃ মোস্তাক আহমেদ এর নেতৃত্বে একটি টহল দল নদীর পানির মধ্যে হতে লুকায়িত অবস্থায় বিভিন্ন ধরণের ৫৭৯.০৩ ঘনফুট অবৈধ কাঠ আটক করতে সক্ষম হয়। যার সিজার মূল্য- ৯,৮৬,৯৩৪/- (নয় লক্ষ ছিয়াশি হাজার নয়শত চৌত্রিশ) টাকা।

মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর সম্মানিত জোন কমান্ডার লেঃ কর্ণেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন মারিশ্যা জোন দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালান প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করে আসছে। এছাড়াও জোনের দায়িত্বপূর্ণ এলাকায় আভিযানিক কার্যক্রমের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জোন কমান্ডার মহোদয় আশাবাদ ব্যক্ত করেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email