লামায় রি’সো’র্ট থেকে ঝু’ল’ন্ত লা’শ উ’দ্ধা’র করলো লামা থা’না পু’লি’শ

লামায় মিরিঞ্জা এলাকার “ডেঞ্জার হিল রিসোর্টে” থেকে গলায় ফাঁস দেওয়া আনোয়ার হোসেন (৪৭) নামে এক পর্যটকের লাশ উদ্ধার করেছে লামা থানা পুলিশ। লামার “ডেঞ্জার হিল রিসোর্ট” এর ১২নং কটেজে বুধবার (২৩ জুলাই ২০২৫ইং) রাতের কোন এক সময় এঘটনা ঘটে।বুধবার দুপুর সাড়ে ১২টায় ঘটনাস্থল থেকে লামা থানা পুলিশ লাশ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, ডেঞ্জার হিল রিসোর্টের মালিক আকাইদ হোসেন ফোন করে জানান তার রিসোর্টে একজন টুরিস্ট ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। শুনামাত্র সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে কটেজের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করি এবং কটেজের টয়লেট এর দরজার উপরের রিলিংয়ে ঝুলন্ত লাশ ফাঁস থেকে নামাই। লাশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করি। নিহতের পকেটে পাওয়া আইডি কার্ড থেকে তার পরিচয় জানতে পারি।

নিহত আনোয়ার হোসেন (৪৭) ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার ডাকঘর- শুভাঢ্যা (১৩১০) কালীগঞ্জ পশ্চিম পাড়াস্থ শাহী মসজিদ রোডের বাসা-৩৬ ব্লক বি এর আবু তাহের ও আমেনা বেগমের ছেলে।

ডেঞ্জার হিল রিসোর্টের আরেক মালিক সাদ্দাম হোসেন বলেন, ঘটনা শুনে পুলিশ সহ আমরা ঘটনাস্থলে উপস্থিত হই। পর্যটক আনোয়ার হোসেন গত ২১ জুলাই সকাল ১০টার দিকে রিসোর্টে আসে। গত দুইদিন সে রিসোর্টে অবস্থান করেন।

আজ বুধবার সকাল ১০টায় রিসোর্টের স্টাফ সাজ্জাতুর রহমান ও মোঃ রিফাত নাস্তা দিতে গিয়ে কটেজের দরজা বন্ধ দেখতে পায়। তারা কটেজের বেড়ার ফাঁক দিয়ে উঁকি দিলে দেখেন লাশ ঝুলে আছে। পরে তারা ম্যানাজার আব্দুর রাজ্জাক সুমন কে অবহিত করলে ম্যানেজার মালিক পক্ষকে জানালে, মালিকপক্ষ পুলিশকে অবহিত করে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email