বাঘাইছড়িতে বি’মা’ন দু’র্ঘ’ট’নার নি’হ’তদের স্ম’র’ণে বি’এ’নপির দোয়া মা’হফি’ল অনুষ্ঠিত

রাঙ্গামাটি বাঘাইছড়িতে উপজেলা, পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহের উদ্যোগে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যা ৭ ঘটিকায় চৌমুহনী বিএনপির দলীয় কার্যালয়ে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য,গত ২১ জুলাই ২০২৫ তারিখে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় পাইলটসহ স্কুলের ও কলেজের শিক্ষার্থী এবং স্থানীয় সাধারণ মানুষ হতাহত হন।

উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু।

এসময় বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি মোঃ নিজাম উদ্দিন বাবু, উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী, সাধারণ সম্পাদক জাবেদুল আলম,পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাঁজা সহ জেলা ও উপজেলা পর্যায়ের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন—জাতির ভবিষ্যৎ নির্মাণের কারিগর শিক্ষার্থীদের নিয়ে ঘটে যাওয়া এ দুর্ঘটনা পুরো জাতিকে শোকাহত করেছে। বাঘাইছড়ি উপজেলা বিএনপি ও পৌর বিএনপি এই শোকের একাত্মতা প্রকাশ করে, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার দৃঢ়অঙ্গীকার জানিয়েছেন।

উক্ত মিলাদ মাহফিলে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করেন। এছাড়া বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু এবং দেশের শান্তি, অগ্রগতি ও কল্যাণের জন্যও বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মধ্যমপাড়া জামে মসজিদের খতিব মাওলানা হাফেজ রবিউল ইসলাম।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email