বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশ করে দীর্ঘ দুই বছর ধরে বসবাসকারী মিয়ানমারের তংচংঙ্গা উপজাতি সম্প্রদায়ের ৭১ জন নাগরিককে নিজ দেশে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধীন বাইশফাঁড়ী ও তুমব্রু বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় তাদের অবস্থান নিশ্চিত হওয়ার পর এ উদ্যোগ গ্রহণ করা হয়।
জানা যায়, মায়ানমারের সীমান্তবর্তী এলাকা থেকে অনুপ্রবেশ করে উক্ত উপজাতি সম্প্রদায়ের পরিবারগুলো তুমব্রু ও বাইশফাঁড়ী এলাকার তংচংঙ্গা ও হেডম্যান পাড়ায় বাংলাদেশী উপজাতিদের সঙ্গে মিশে গোপনে বসবাস করে আসছিল। দীর্ঘদিনের নিবিড় নজরদারি, তথ্য সংগ্রহ ও পর্যালোচনার ভিত্তিতে বিজিবি পেশাদারিত্ব ও কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে ২২ ও ২৩ জুলাই ২০২৫ তারিখে ৭১ জন অনুপ্রবেশকারীকে মায়ানমার সীমান্তে হস্তান্তর করে।
এ বিষয়ে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি বলেন, “সীমান্ত নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালনের পাশাপাশি দেশের সার্বভৌমত্ব রক্ষায় আমরা কঠোর নজরদারি করছি। মানবিক দিক বিবেচনা করেই আইনি ও কূটনৈতিক পন্থায় তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। বর্তমানে আমাদের দায়িত্বপূর্ণ এলাকায় আর কোনো অনুপ্রবেশকারী নেই বলেই নিশ্চিত হয়েছি।”
এ নিয়ে স্থানীয় জনপ্রতিনিধি এবং তুমব্রু এলাকার সমাজসেবক মংসাউচিং মারমা বলেন, “এইসব মানুষ দীর্ঘদিন আমাদের এলাকায় থেকেছে। বিজিবি যেভাবে মানবিকভাবে বিষয়টি সামাল দিয়েছে, তা প্রশংসার যোগ্য।”
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান এবং অবৈধ অনুপ্রবেশ দমনে তাদের তৎপরতা ভবিষ্যতেও আরও জোরদার থাকবে। সীমান্ত এলাকায় যে কোনো অনিয়ম ও নিরাপত্তা ঝুঁকি মোকাবেলায় বিজিবি সর্বদা প্রস্তুত রয়েছে।