র‌্যাবের জা’লে দেড় লক্ষ পিস ইয়া*বাসহ আ’ট’ক ৪

কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফের সদর ইউনিয়নের তুলাতলি এলাকায় র‍্যাব ১৫ অভিযান চালিয়ে দেড় লক্ষ পিস ইয়াবাসহ ৪ জন মাদক কারবারী’কে আটক করছে।

সহকারী পরিচালক, ল’ এন্ড মিডিয়া অফিসার আ. ম. ফারুক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, র‌্যাবের ক্রমাগত মাদক বিরোধী অভিযান এবং চলমান গোয়েন্দা তৎপরতায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, টেকনাফ সদর ইউপিস্থ ৩নং ওয়ার্ডের অন্তর্গত তুলাতলী ঘাটে কতিপয় ব্যক্তিরা ইয়াবার একটি বড় চালান অন্যত্র প্রেরণের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে ১দিন আগে থেকে র‌্যাব-১৫, সিপিসি-১, টেকনাফ ক্যাম্প এর চৌকস অভিযানিক দল ছদ্মবেশে বর্ণিত স্থানে দীর্ঘ ২৪ ঘণ্টা ধরে চলমান মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে জনৈক সুলতান আহাম্মদ এর ইঞ্জিন চালিত মাছ ধরার কাঠের নৌকার ভিতর থেকে জব্দকৃত বিপুল সংখ্যাক ইয়াবা, ১টি স্মার্টফোন ও ১টি বাটন ফোন’সহ চারজন মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এই সময় তাদের সহযোগী আরও তিনজন মাদক ব্যবসায়ী কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয় বলে জানা যায়।

আটককৃত আসামি হলেন, টেকনাফ সদর ইউনিয়নের তুলাতলী এলাকার আব্দুল হাকিমের পুত্র মোঃ আব্দুস সালাম(৩৩), মৃত ফরিদ আলমের পুত্র মোঃ আব্দুল্লাহ(৩৫), মৃত আহমেদ হোসেনের পুত্র মোঃ নজরুল ইসলাম প্রঃ কালু(৩৪), মৃত অলি আহমেদের পুত্র মোঃ সামছুল আলম(৫২)।

তিনি আরো জানান, উদ্ধারকৃত আলামত’সহ গ্রেফতারকৃত মাদক কারবারীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email