বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ক্রমাগত ষড়যন্ত্রমূলক মিথ্যাচার ও অপপ্রচার ও মিডর্ফোডের ব্যবসায়ী সোহাগকে পাশাবিকভাবে হত্যকান্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এবং সারাদেশে প্রশাসনের নির্লিপ্ততায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির ও ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা এবং আসন্ন সংসদ নির্বাচন বানচাল করার ষড়যন্ত্রের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল জামালপুর জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ জুলাই) দুপুরে শহরের দড়িপাড়া পুরাতন বাইপাস মোড় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
ময়মনসিংহ বিভাগীয় শ্রমিক দলের সাধারণ সম্পাদক ও জামালপুর জেলা শ্রমিক দলের সভাপতি শেখ মোঃ আব্দুস সোবহানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাবু জীবন কৃষ্ণ বসাকের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশ ও মিছিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন।।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জামালপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আহছানুজ্জামান রোমেল,শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদ,জামালপুর জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাখাওয়াতুল আলম শুভ,জামালপুর জেলা ট্রাক, ট্যাংকলড়ী,কভার্ডভ্যান, মিনিট্রাক ও ট্রাক্টর মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান মিজান,জেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি মোঃ আবু হান্নান,জেলা শ্রমিক দলের সহ-সভাপতি,আনোয়ারুল ইসলাম মিলন ,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর-রশীদ, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন শাহীন, সাদেকুর রহমান হীরা, শহর শ্রমিক দলের আহবায়ক হারুন অর-রশীদ রতন,সদস্য সচিব জাহিদ হাসান জনি,সদর উপজেলা দক্ষিণ শাখা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ মোতালেব, সদর উপজেলা পূর্ব শাখা শ্রমিক দলের আহবায়ক আবুল কালাম আজাদ সহ জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক নুরুল মোমেন আকন্দ কাওছার, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোঃ ফারুক হোসেন।
এ সময় জেলা,শহর,সদর উপজেলা ও ওয়ার্ড শ্রমিক দলের অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।