রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ বিজিআই মডেলের প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, এ ঘটনায় একজন নিহত এবং চারজন আহত হয়েছেন।
বিমানটি সোমবার (২১ জুলাই) বেলা ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে। এরপরই এটি মাইলস্টোন কলেজ সংলগ্ন মাঠের ক্যানটিনের ছাদে বিধ্বস্ত হয় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা লিমা খানম।
তিনি জানান, ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের উত্তরা, টঙ্গী, পল্লবী, কুর্মিটোলা, মিরপুর ও পূর্বাচল স্টেশনের অন্তত ৮টি ইউনিট কাজ করছে। আহত চারজনকে দ্রুত হেলিকপ্টারে করে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিধ্বস্ত হওয়া প্রশিক্ষণ বিমানটিতে স্কোয়াড্রন লিডার তোকির ছিলেন।
ঘটনার সময় কলেজে প্রথম শ্রেণি থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত ক্লাস চলছিল। হঠাৎ বিকট শব্দে বিমানটি ভেঙে পড়লে শিক্ষার্থী ও শিক্ষকরা আতঙ্কিত হয়ে পড়েন। এরপর অভিভাবকরা ছুটে আসেন বিদ্যালয়ে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সেনা সদস্যরা কয়েকজন আহত ব্যক্তিকে উদ্ধার করে অ্যাম্বুলেন্স ও হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যাচ্ছেন।