বি’এ’ন’পি নে’তা সালাউদ্দিন আহমেদকে ক’টু*ক্তি!      চকরিয়ায় এ’নসিপির প’থস’ভা প’ণ্ড

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদকে নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরূপ মন্তব্যের পর বিএনপি নেতাকর্মীদের প্রতিরোধের মুখে পণ্ড হয়ে গেছে এনসিপির পথসভা। শনিবার (১৯ জুলাই) চকরিয়ায় জনতা টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে।

এর আগে কক্সবাজারে দলের সমাবেশে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘প্রিয় কক্সবাজারবাসী, আগে আওয়ামী লীগের আমলে নারায়ণগঞ্জের বিখ্যাত গডফাদার শামীম ওসমান ছিল। এখন শুনছি, কক্সবাজারের নব্য গডফাদার শিলং থেকে এসেছে। ঘের দখল করছে। মানুষের জায়গা-জমি দখল করছে। চাঁদাবাজি করছে।’

তিনি বলেন, ‘সংস্কার কোনো দলের পক্ষে-বিপক্ষে নয়, এটা রাষ্ট্রের পক্ষে।’
এনসিপির এ নেতা আরও বলেন, ‘আবার নাকি সে সংস্কার বুঝে না। নাম না বললাম। কক্সবাজারের জনতা এ ধরনের সংস্কারবিরোধী, যে পিআর বুঝে না, রাজপথে তাদেরকে ঠেকিয়ে দেবে ইনশাআল্লাহ।

এদিকে নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যে কক্সবাজার জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠন এবং দলের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ করেছেন।

বিএনপির নেতাকর্মীদের দাবি, অবলম্বে নাসীরুদ্দীন পাটওয়ারীকে ক্ষমা চাইতে হবে এ বিষয়ে।
পরে কক্সবাজারের চকরিয়ায় সড়কে বিক্ষোভ করে বিএনপি। অন্যান্য উপজেলায়ও বিক্ষোভের ডাক দিয়েছে বিএনপি। পরিস্থিতে নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী সর্তক অবস্থায় রয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email