বাঘাইছড়িতে তা’রু’ণ্যের উৎসব উ’পল’ক্ষে মু’সলি’ম ব্ল’ক সরকারি প্রাঃ বিদ্যালয়ে বৃ’ক্ষরো’প’ণ ক’র্মসূ’চী

রাঙ্গামাটির বাঘাইছড়িতে “তারুণ্যের উৎসব–২০২৫” উপলক্ষে উপজেলার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মুসলিম ব্লক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচীর মাধ্যমে শুভ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল ১১ঘটিকায় “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” শ্লোগানকে সামনে রেখে বিদ্যালয়ের প্রাঙ্গণে “নিম গাছ,রঙ্গন,কাটবাদাম,জবা ও রাধা চুরা” সহ বিভিন্ন ঔষধি প্রজাতি ও ফুলের চারা রোপণ করা হয়।

উক্ত বৃক্ষরোপণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন মুসলিম ব্লক সরকারি প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রহমতুল্লাহ দেওয়ান, অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ শাহ জালাল, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী তারা ও মুসলিম ব্লক বায়তুল আবরার কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম সহ অত্র বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

এসময় অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রহমতুল্লাহ দেওয়ান বলেন, তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে আজ থেকে আমাদের বিদ্যালয়ের কর্মসূচী শুরু হলো। আমরা ধাপে ধাপে বাকী আরে ৫টি কর্মসূচী পালন করবো।

তিনি আরো বলেন,“আজকের একটি গাছ আগামীর জীবনের প্রতীক। গাছ শুধু ছায়া বা ফলই দেয় না—জীবনের জন্য প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ করে। পরিবেশ রক্ষায় গাছের গুরুত্ব অপরিসীম।” “তারুণ্যের উৎসব মানে কেবল বিনোদন নয়—দায়িত্বের উৎসবও। একটি গাছ লাগানো মানে একটি নতুন পৃথিবীর বীজ বপন। আসুন, সবাই অন্তত একটি করে গাছ লাগাই এবং পরিচর্যা করি। সবুজ হোক বাংলাদেশ, সবল হোক ভবিষ্যৎ।”

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email