চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মামার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে মো. ইজান (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার নওগাঁ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ইজান কুয়েত প্রবাসী রাজিব হায়দার বাবুলের একমাত্র সন্তান। তাদের বাড়ি রাঙ্গুনিয়ার সরফভাটা ইউনিয়নের ভূমিরখীল গ্রামে।
স্থানীয় বাসিন্দা ও শিশুটির আত্মীয় সাজ্জাদ আমিন রনি জানান, খেলতে খেলতে অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় ইজান। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর তাকে পানিতে ভাসতে দেখা যায়। সেখান থেকে উদ্ধার করে দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা।
সংবাদটির পাঠক সংখ্যা : 39