রাঙ্গামাটির বাঘাইছড়িতে উপজেলা ক্রিয়া সংস্থা’র আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ জুলাই) বিকাল ৪ ঘটিকায় বাঘাইছড়ি উপজেলার কাচালং সরকারি ডিগ্রি কলেজ মাঠে জমকালো আয়োজনে বাঘাইছড়ি উপজেলা একাদশ বনাম মাটিরাঙ্গা উপজেলা গোমতী ফুটবল একাডেমি’র মধ্যে উক্ত খেলাটি অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ ওমর আলী।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন কাচালং সরকারি ডিগ্রি কলেজের বাংলা প্রধান ও বিভাগীয় মীর কামাল হোসেন, জেলা বিএনপির সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাবেদুল আলম,বাঘাইছড়ি পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রহমতুল্লাহ খাঁজা, বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ মো: হুমায়ুন কবির ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম সহ গন্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় অতিথিবৃন্দ বলেন, উভয় দল ভালো খেলা উপহার দিয়েছে, সুন্দর খেলা উপহার দেওয়ায় সকল খেলোয়াড়দের ধন্যবাদ জানান। অতিথিবৃন্দ আরো বলেন “এ ধরনের ক্রীড়া আয়োজন নিয়মিত ভাবে হলে যুবসমাজ মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে থেকে সুস্থ বিনোদনের মাধ্যমে বিকশিত হবে। এর মাধ্যমে আগামীতে একটি গঠনমূলক ও দেশপ্রেমিক প্রজন্ম তৈরি হবে। ভবিষ্যতে ও এরকম খেলার আয়োজন করার জন্য আহ্বান জানান।
উক্ত খেলায় “বাঘাইছড়ি উপজেলা ফুটবল একাদশ ও মাটিরাঙ্গা উপজেলা গোমতী ফুটবল একাডেমি” ২-২ গোলে সমতায় থেকে খেলা শেষ করে। পরে উভয় দলকে বিজয়ী ঘোষণা করা হয়, খেলা শেষে উভয় দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন। এবং মাটিরাঙ্গা গোমতী ফুটবল একাডেমির কোচার মোঃ সুলতানা ভুঁইয়া’কে সম্মাননা ক্রেস্ট তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
খেলাটি উপভোগ করতে স্থানীয় জনতার ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। মাঠজুড়ে ছিল উৎসবের আমেজ, উৎসাহী দর্শকদের করতালিতে মুখর ছিল পুরো আয়োজন।