নাইক্ষ্যংছড়িতে বাংলা ম’দ ও সি’এ’ন’জিসহ এক মা’দ’ক চো’রাকা’রবা’রী বি’জি’বির জা’লে

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে ফের সফল অভিযান চালিয়ে বাংলা মদ ও সিএনজিসহ এক মাদক চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১৫ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার আদর্শগ্রাম চেকপোস্টে এ অভিযান চালায় নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) সদস্যরা।

আটককৃত ব্যক্তির নাম মধু কান্তি মল্লিক (৪৮)। তিনি কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নের মধ্যম মগডেইল (হিন্দুপাড়া) গ্রামের মৃত অর্জুন কান্তি মল্লিকের ছেলে।

অভিযানে তার কাছ থেকে ৩৬ লিটার বাংলা মদ, একটি সিএনজি ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়। এসব জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ৪ লাখ ১১ হাজার ৮০০ টাকা বলে জানা গেছে।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস কে এম কফিল উদ্দিন কায়েস বলেন, “সীমান্ত এলাকায় মাদকদ্রব্য পাচার রোধে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি। সীমান্তে চোরাচালান ও মাদক প্রতিরোধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, “আটককৃত মাদক চোরাকারবারীকে জব্দকৃত মদ, সিএনজি ও মোবাইলসহ নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে (মামলা নম্বর-০৬, তারিখ: ১৬ জুলাই ২০২৫)।”

সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে ১১ বিজিবির এমন অভিযানকে স্থানীয়রা সাধুবাদ জানিয়েছেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email