বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিষদ কমপ্লেক্সের অফিসার্স ক্লাব মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী।
তিনি বলেন, “সীমান্তবর্তী এই উপজেলার প্রধান চ্যালেঞ্জগুলোর মধ্যে অন্যতম হচ্ছে চোরাচালান ও মাদক পাচার। এই চ্যালেঞ্জ মোকাবেলায় প্রশাসন দৃঢ়প্রতিজ্ঞ। সকলকে সম্মিলিতভাবে আইনশৃঙ্খলা রক্ষায় এগিয়ে আসতে হবে।”
সভায় সীমান্ত এলাকার সাম্প্রতিক চোরাচালান, মাদক পাচার এবং সন্ত্রাসী তৎপরতা বিষয়ে বিশদ আলোচনা হয় এবং প্রতিরোধে বাস্তবমুখী করণীয় নির্ধারণ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির সহকারী পরিচালক আল আমিন, নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাশরুরুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা এনামুল হক, মৎস্য কর্মকর্তা চয়ন বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য প্রকৌশলী শাহ আজীজ, প্রেস ক্লাবের সাংবাদিক, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও বিভিন্ন দপ্তরের প্রতিনিধিগণ।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মাশরুরুল হক বলেন, “সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে পুলিশের টহল ও গোয়েন্দা নজরদারি আরও বাড়ানো হয়েছে। মাদক ও অপরাধে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।”
সভায় অন্যান্য বক্তারা মাদক, সন্ত্রাস ও চোরাচালান রোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন এবং আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনকে সর্বাত্মক