জামালপুরে বি’পু’ল পরিমাণ ভা’রতীয় ব্লে’ড সহ দুই চো’রাকা’রবা’রি গ্রে’ফতা’র

জামালপুরে অবৈধ পথে আসা বিপুল পরিমাণ ভারতীয়  ব্লেড উদ্ধারসহ দুই জনকে গ্রেফতার করেছে র‌্যাব ১৪।

বুধবার (১৬ জুলাই) ভোরে সদর উপজেলার বিনন্দেরপাড়া এলাকায় এই উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।

বুধবার  সকালে শহরের বেলটিয়ায় জামালপুর র‌্যাব ১৪, সিপিসি ১ এর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ক্যাম্পের কোম্পানী কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার এটিএম আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে।

তিনি সাংবাদিকদের জানান, জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাইক্রোবাসযোগে ভারতীয় বিদেশী পণ্য অবৈধভাবে সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে ঢাকার পথে রওনা হয়। গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে জামালপুর সদর উপজেলার বিনন্দেরপাড়া এলাকায় চেকপোস্ট পরিচালনা করা হয়। এ সময় সোর্স ও তথ্য প্রযুক্তির সহায়তায় দেওয়ানগঞ্জ থেকে জামালপুর হয়ে মধুপুরগামী মাইক্রোবাস চিহ্নিত করে তল্লাশি করা হয়। এ সময় ৪ লাখ ৭৪ হাজার ভারতীয় জিলেট ব্লেডসহ একটি মাইক্রোবাস জব্দ এবং ২ জনকে গ্রেফতার করা হয়। জিলেট ব্লেডের অনুমানিক মূল্য ২৩ লাখ ৭০ হাজার টাকা। গ্রেফতারকৃতরা হলো- দেওয়ানগঞ্জ উপজেলার খরমা মধ্য পাড়া এলাকার আব্দুস সামাদের ছেলে মাইক্রোবাস চালক সাদ্দাম হোসেন (৩২) ও একই উপজেলার গামারিয়া এলাকার মোঃ আসাদুজ্জামানের ছেলে আবুল খায়ের (২২)।

ক্যাম্প কোম্পানী কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার এটিএম আমিনুল ইসলাম আরো বলেন, গ্রেফতারকৃতদের থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে এবং র‌্যাবের পক্ষ থেকে এমন অভিযান অব্যাহত থাকবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email