কানাডার মন্ট্রিয়লের কনকর্ডিয়া বিশ্ববিদ্যালয়ের সাথে চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত প্রিমিয়ার ইউনিভার্সিটির মধ্যে একটি কৌশলগত শিক্ষা বিনিময় চুক্তি (MoU) স্বাক্ষরের উদ্যোগ নিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।
মঙ্গলবার বৈঠকে বিশ্ববিদ্যালয়টির আন্তর্জাতিক বিষয়ক ভাইস-প্রেসিডেন্ট প্রফেসর টিম এভান্স এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।
বৈঠকের মূল আলোচ্য ছিল শিক্ষা ও নগর উন্নয়নে পারস্পরিক সহযোগিতা। প্রিমিয়ার ইউনিভার্সিটি ও কনকর্ডিয়া বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি কৌশলগত শিক্ষা বিনিময় চুক্তি (MoU) স্বাক্ষরের উদ্যোগ নেওয়া হয়েছে। এই চুক্তির আওতায় ভৌত বিজ্ঞান, প্রকৌশল, আইন, বাণিজ্য এবং স্বাস্থ্য বিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে ছাত্র ও শিক্ষক বিনিময় কর্মসূচি বাস্তবায়ন হবে।
এছাড়া, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বিভিন্ন সেবা খাতকে আধুনিকায়নের লক্ষ্যে প্রিমিয়ার ইউনিভার্সিটিতে একটি ‘সিটি গভর্নমেন্ট ইনোভেশন অ্যান্ড সার্ভিস ইনকিউবেটর’ গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ইনকিউবেটরটি নগর পরিচালনার উদ্ভাবনী ধারণা, নীতিমালা ও প্রযুক্তি ভিত্তিক সমাধান উদ্ভাবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রফেসর টিম এভান্স বলেন, “চট্টগ্রামকে একটি টেকসই ও আধুনিক নগর হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে কনকর্ডিয়া বিশ্ববিদ্যালয় গবেষণা, প্রযুক্তি হস্তান্তর ও প্রশিক্ষণের মাধ্যমে সহযোগিতা করতে প্রস্তুত।”
মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “আমাদের লক্ষ্য একটি প্রযুক্তিনির্ভর, পরিচ্ছন্ন ও মানবকেন্দ্রিক নগরব্যবস্থা গড়ে তোলা। আন্তর্জাতিক সহযোগিতা ছাড়া এটি সম্ভব নয়, এবং কনকর্ডিয়া বিশ্ববিদ্যালয় আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ অংশীদার হতে পারে।”
আগামী আগস্ট মাসে যৌথভাবে নির্বাচিত খাতে সম্ভাব্যতা যাচাই (feasibility study) পরিচালনার মাধ্যমে চুক্তি বাস্তবায়নের পরিকল্পনা গৃহীত হয়েছে।
এই যৌথ উদ্যোগ চট্টগ্রামের নগর উন্নয়নকে আন্তর্জাতিক মানে তুলে ধরবে এবং দক্ষিণ এশিয়ার নগর পরিকল্পনায় একটি মডেল হিসেবে কাজ করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।