সাগরে ল’ঘুচা’প, চার ব’ন্দ’রে ৩ নম্বর স’ত’র্ক সং’কে’ত

উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি সুস্পষ্ট আকার ধারণ করেছে। এর প্রভাবে চট্টগ্রামসহ উপকূলীয় এলাকায় দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ফলে চট্টগ্রামসহ দেশের চারটি সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (১৪ জুলাই) আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত এক সতর্কবার্তায় এসব তথ্য জানানো হয়।

সতর্কবার্তায় বলা হয়, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় বায়ুচাপের তারতম্যের কারণে চাপের আধিক্য বিরাজ করছে। এর ফলে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ কারণে সংশ্লিষ্ট বন্দরগুলোকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া চট্টগ্রামসহ উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, লঘুচাপের প্রভাবে সোমবার (১৪ জুলাই) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রামসহ খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এতে নগরের নিচু এলাকাগুলোতে জলাবদ্ধতা দেখা দিতে পারে।

নদীবন্দরের জন্য দেওয়া আলাদা সতর্কবার্তায় বলা হয়েছে, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি ও বজ্রবৃষ্টিসহ ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর আওতায় খুলনা, বরিশাল, পটুয়াখালী ও নোয়াখালীসহ আশপাশের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়াবিদ আফরোজা সুলতানা বলেন, ‘লঘুচাপের কারণে আজ থেকে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হতে পারে, যা সপ্তাহজুড়ে বিরতি দিয়ে অব্যাহত থাকবে। কোথাও কোথাও দমকা হাওয়াসহ ভারী বর্ষণ হতে পারে। বর্তমানে দেশের কোথাও তাপপ্রবাহ নেই। বরং সারাদেশেই মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email