বান্দরবানে ট্রা’ন্সফ’রমা’র বি’স্ফো’রণ, বি’দ্যুৎ’স্পৃ’ষ্টে নি’হ’ত ৩‌

বান্দরবানে রাংলাই হেডম্যান পাড়ায় বিদ্যুৎস্পর্শে ৩ জনের মৃত্যু হয়েছে। রবিবার (১৩ জুলাই) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন-বয়োজ্যেষ্ঠ উরকান (৭১), তার নাতিন তুংলে (১৭) এবং সাবেক মেম্বার চিত্তুর পুত্রবধু রুলেন (৩৫)।

স্থানীয়রা জানায়, রবিবার দিবাগত রাতে বান্দরবান সদর উপজেলার ওয়াইজংশন এলাকায় রাংলাই চেয়ারম্যান হেডম্যান পাড়ায় বৃষ্টিতে শর্টসার্কিট হয়ে বিদ্যুতের ট্রান্সফরমার বিকল হয়ে পাড়ার পাহাড়িদের ঘরে বিদ্যুৎ ছড়িয়ে পড়ে। এ সময় বিদ্যুৎস্পর্শ হয়ে অনেকেই আহত হয়।

বৃষ্টি হলেই বিদ্যুতের ট্রান্সফরমারটি প্রায় সময়ে আগুন জ্বলে বিকট শব্দ হত। বিষয়টি বিদ্যুৎ বিভাগে জানানো হলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে বিদ্যুৎ বিভাগ, ফায়ার সার্ভিস এবং আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন সকালে ঘটনাস্থল পরিদর্শনে গেছেন।

স্থানীয় সাবেক ইউনিয়নের চেয়ারম্যান রাংলাই ম্রো বলেন, বৃষ্টিতে ত্রুটিপূর্ণ বিদ্যুতের ট্রান্সফরমার বিস্ফোরিত হয়ে পাড়ার ঘরগুলোতে বিদ্যুৎ ছড়িয়ে পড়ে। এতে বিদ্যুৎ স্পর্শে আমার আত্মীয়সহ ৩ জন মারা গেছে। বিদ্যুৎ ট্রান্সফরমার সমস্যার কথা বিদ্যুৎ বিভাগে অভিযোগের পরও তারা ব্যবস্থা নেয়নি। বিদ্যুৎ বিভাগের অবহেলায় এ দুর্ঘটনা ঘটেছে।

বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাসুম আমির বলেন, ওয়াইজংশন রাংলাই পাড়ায় বিদ্যুৎস্পর্শে হতাহতের খবর পেয়েছি। ঘটনাস্থলে বিদ্যুৎ বিভাগের লোকজনদের পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো যাবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email