২০২৪-২০২৫ অর্থবছরে পরিবার পরিকল্পনা, মা-শিশু ও কৈশোরকালীন স্বাস্থ্যসেবা কার্যক্রমে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ কক্সবাজার জেলার রামু উপজেলার ঈদগড় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে কর্মরত উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সাইদ আব্দুল্লাহ আল নোমান “শ্রেষ্ঠ উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার” নির্বাচিত হয়েছেন।
সোমবার (১৪ জুলাই) সকাল ১০টায় রামু উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত অনুষ্ঠানে তাঁর হাতে আনুষ্ঠানিকভাবে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব জুলফিকার আলী বলেন, “জনাব নোমান পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠাবান, পরিশ্রমী ও দায়িত্বশীল। তিনি মা-শিশু স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা এবং কৈশোরকালীন স্বাস্থ্যসেবা প্রদানে যে আন্তরিকতা ও কর্মনিষ্ঠার পরিচয় দিয়েছেন, তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। আমরা বিশ্বাস করি, তার এই অর্জন অন্যদেরও অনুপ্রাণিত করবে।”
এদিকে শ্রেষ্ঠ উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত হওয়ার অনুভূতি জানাতে গিয়ে জনাব সাইদ আব্দুল্লাহ আল নোমান বলেন, “এই সম্মাননা আমার দায়িত্ব আরও বাড়িয়ে দিল। আমি সবসময় চেষ্টা করি জনগণের স্বাস্থ্যসেবায় নিবেদিত থাকতে। ভবিষ্যতেও যেন আরও ভালোভাবে কাজ করতে পারি, সেজন্য সবার সহযোগিতা কামনা করছি।”
অনুষ্ঠানে অন্যান্য কর্মকর্তারাও জনাব নোমানের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে তাঁর সেবামূলক কার্যক্রমে আরও অগ্রগতি কামনা করেন।
স্থানীয় জনসাধারণের মধ্যেও তাঁর এই সম্মাননা অর্জনকে ঘিরে গর্ব ও আনন্দের অনুভূতি পরিলক্ষিত হয়েছে।