খাগড়াছড়িতে নানা বাড়িতে বেড়াতে এসে নদীতে ডুবে মিনহাজ (৮) নামে এক শিশু নিখোঁজ হয়েছে।
শুক্রবার (১১ জুলাই) সাড়ে ১২ টার দিকে রামগড় পৌরসভার ফেনী নদীর তীরবর্তী ফেনীরকূল এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজন বাসিন্দা, ফায়ার সার্ভিসকর্মীরা চার ঘন্টারও অধিক সময় উদ্ধার অভিযান চালিয়েও নিখোঁজ শিশুটির কোন সন্ধান পায়নি।
ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন জানায়, ফেনীর ছাগলনাইয়া বন্যায় প্লাবিত হলে দক্ষিণ সত্তের গ্রামের বাসিন্দা কাজী মনজুর তার স্ত্রী জাহেদা ও শিশুপুত্র কাজী মিনহাজকে বৃহষ্পতিবার রামগড়ের ফেনীরকূল গ্রামে শ্বশুর বাড়িতে পাঠিয়ে দেন। আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে মিনহাজ নানার বাড়ির পাশ দিয়ে প্রবাহিত ফেনীনদীর পাড়ে সঙ্গীদের সাথে খেলছিল। এ সময় সে পা পিছলে নদীর পানিতে পড়ে যায়।
খবর পেয়ে আত্মীয় স্বজন ও প্রতিবেশিরা ছুটে এসে তাকে উদ্ধারের চেষ্টা করে। পরে রামগড় ফায়ার সার্ভিসের কর্মীরাও এসে উদ্ধার কাজ শুরু করে। কিন্তু প্রবল স্রোতের কারণে দীর্ঘ প্রায় চার ঘন্টায়ও শিশুটির কোন সন্ধান করতে পারেনি তারা।
রামগড় ফায়ার সাভিন ন্টেশনের ইনচার্জ বিশান্ত বিকাশ বড়ুয়া জানান, খবর পেয়েই তারা ঘটনাস্থলে এসে উদ্ধার অভিয়ান শুরু করেন। নদীতে অধিক পানি ও প্রবল স্রোতের কারণে উদ্ধার কাজ ঠিকভাবে চালানো সম্ভব হচ্ছে না। খবর দিয়ে রাঙামাটি থেকে ফায়ার সির্ভিসের ৮ সদস্যের একটি ডুবুর দলকে আনা হয়েছে। তারা বিকাল সাড়ে ৪টা হতে অভিযান শুরু করেছে। অভিযান এখনও চলছে।