সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের পর্দা উঠলো দুর্দান্ত এক জয় দিয়ে। উদ্বোধনী ম্যাচেই শ্রীলঙ্কাকে ৯–১ গোলে বিধ্বস্ত করে শুভসূচনা করলো স্বাগতিক বাংলাদেশ। শুক্রবার (১১ জুলাই) বসুন্ধরার কিংস অ্যারেনা স্টেডিয়ামে এই জয় তুলে নেয় পিটার বাটলারের শিষ্যরা।
ম্যাচে হ্যাটট্রিক করেন মোসাম্মৎ সাগরিকা। দুটি করে গোল করেন মুনকি আক্তার, আর একটি করে গোলের দেখা পান স্বপ্না রানী, সিনহা জাহান শিখা, রূপা আক্তার ও শান্তি মার্ডি।
ম্যাচের দ্বিতীয় মিনিটেই গোল পায় বাংলাদেশ। স্বপ্না রানী সরাসরি ফ্রি–কিক থেকে গোল করে এগিয়ে দেন দলকে। এরপর ৫ মিনিটে মুনকি আক্তার গোল করে ব্যবধান দ্বিগুণ করেন।
প্রথমার্ধের ৩৭ মিনিটে সাগরিকার গোলে বাংলাদেশ পায় তৃতীয় গোল। ৩–০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা।
বিরতির পর ৪৮ মিনিটে মুনকি করেন নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোল। ৪৯ মিনিটে শান্তি মার্ডির লম্বা পাস থেকে সিনহা জাহান শিখা গোল করে স্কোরলাইন করেন ৫–০।
এরপর আসে সাগরিকার জাদু। ৫২ ও ৫৮ মিনিটে দুইটি গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন এই ফরোয়ার্ড। ৮৫ মিনিটে রূপা আক্তার গোল করে ব্যবধান বাড়ান ৮–০ তে।
ম্যাচের অন্তিম সময়ে শ্রীলঙ্কা একটি সান্ত্বনার গোল করে। বাংলাদেশের রক্ষণের ভুলে লাইয়ানশিকা গোল করেন। কিন্তু এরপরই শান্তি মার্ডি নয় নম্বর গোল করে ম্যাচের শেষ টানেন।
সদ্য সমাপ্ত এশিয়ান কাপ বাছাইয়ে খেলা জাতীয় দলের ৮ ফুটবলার একাদশে রেখেছেন কোচ বাটলার। এর প্রভাব ম্যাচের প্রথম মিনিট থেকেই প্রতিপক্ষের উপর ছড়িয়েছে বাংলাদেশ। গতি, পাসিং, এবং ফিনিশিং—সব ক্ষেত্রেই ছিল আধিপত্য।