রাঙ্গুনিয়ায় দিনমজুরকে প্রকাশ্যে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের এক দিনমজুরকে প্রকাশ্যে গু’লি করে খু’ন করেছে স’ন্ত্রা’সীরা। নিহতের নাম হলো মো. রাসেল (২৫)। সে ওই এলাকার মোহাম্মদ আলীর ছেলে।

বৃহস্প্রতিবার (১০ জুলাই) বিকালে পদুয়া ইউনিয়নের মোবারক আলী টিলা এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নি’হত রাসেল এক বছর আগে প্রবাস থেকে এসেছিলেন। মোবারক আলী টিলা এলাকায় বৃহস্প্রতিবার বিকালে একদল স’ন্ত্রা’সী তাকে প্রকাশ্যে একাধিক গু’লি করে এবং কু’পিয়ে হ’ত্যা করে পাশের ধানের জমিতে ফেলে চলে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম গণমাধ্যমকে জানান, তার শরীরে একাধিক শ’র্টগানের গু’লির চিহ্ন এবং একাধিক ধা’রালো অ’স্ত্রের সাহায্যে কু’পিয়ে য’খম করার চিহ্ন পাওয়া যায়। তবে ঘটনাস্থলে আশেপাশে একাধিক দোকান থাকলেও এই ব্যাপারে কেউ মুখ খুলছে না। পরবর্তীতে লা’শটি উদ্ধার করা হয়েছে। ঘটনাটি অধিকতর তদন্ত করে এই ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email