ভূজপুর প্রবাসী ওলামা পরিষদের দ্বিবার্ষিক কাউন্সিল সম্পন্ন

ভূজপুরের প্রবাসী ওলামায়ে কেরামের বৃহত্তম সামাজিক ও মানবিক সংগঠন ভূজপুর প্রবাসী ওলামা পরিষদের দ্বিবার্ষিক কাউন্সিল সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুন) বাদে আসর সংগঠনের আহ্বায়ক কমিটির উদ্যোগে আয়োজিত এক সভায় ২০২৫-২৬ সেশনের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে দুবাই প্রবাসী বিশিষ্ট সমাজসেবক  মাওলানা শোয়াইব সুলায়মানী-কে সভাপতি এবং ওমান প্রবাসী মাওলানা তৌহিদুল ইসলাম-কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

নতুন কমিটি ঘোষণা করেন সংগঠনের প্রধান উপদেষ্টা, হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক এবং জামিয়া ইসলামিয়া ভূজপুরের মহাপরিচালক আল্লামা জুনাইদ বিন জালাল।

অনুষ্ঠানে কিডনি রোগে আক্রান্ত এক মাদরাসার ছাত্রকে ১৮ হাজার টাকা এবং অসহায় এক মেয়ের বিয়ের জন্য ৫ হাজার টাকা অনুদান প্রদান করা হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা পৃষ্ঠপোষক মাওলানা নুরুল আবছার-এর সভাপতিত্বে এবং প্রতিষ্ঠাতা সমন্বয়ক সাংবাদিক মাওলানা আসগর সালেহী-এর সঞ্চালনায় আয়োজিত কাউন্সিল পূর্ব আলোচনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির প্রধান উপদেষ্টা মাহবুল আলম আজাদ, সভাপতি নুরুল ইসলাম তালুকদার, পরিষদের উপদেষ্টা মাওলানা আবু তালেব ভূজপুরী, জামিয়া আবু বকর সিদ্দিক (রা.)-এর নির্বাহী পরিচালক মাওলানা এম. নিজাম উদ্দীন, নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় সমাজকল্যাণ সচিব মাওলানা এরশাদ বিন জালাল, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভূজপুর সদর সভাপতি মাওলানা হাবিবুল্লাহ দিদু, ইউপি সদস্য মোহাম্মদ লোকমান হোসেন, সেচ্ছাসেবক দলের নেতা মোহাম্মদ মোজাহের মিয়া, মোহাম্মদ জমিরউদ্দীন বাবর, মাওলানা ওমর ফারুক, মাওলানা হেলাল উদ্দিন, ছাত্রনেতা তারেকুল ইসলাম, হাফেজ শওকত, মাওলানা বেলাল প্রমুখ।

বক্তারা ভূজপুর প্রবাসী ওলামা পরিষদের বিগত কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং আগামীতেও মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার জন্য সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

পরিশেষে প্রধান উপদেষ্টা আল্লামা জুনাইদ বিন জালাল আগামী ১৫ কর্ম দিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা প্রদান করেন।

উল্লেখ্য, ভূজপুর প্রবাসী ওলামা পরিষদ ২০২৩ সালের মে মাসে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। প্রতিষ্ঠার পর থেকেই ইমাম, মুয়াজ্জিন, শিক্ষক এবং অসহায়দের নগদ অর্থ সহায়তাসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে সংগঠনটি স্থানীয়ভাবে ব্যাপক সুনাম অর্জন করেছে। প্রেস বিজ্ঞপ্তি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email