কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় ইউনিয়নে টানা ভারী বর্ষণের মধ্যেই বন্য হাতির হানায় দেড় বছরের এক শিশুর মৃত্যু এবং একই পরিবারের বিলকিস আক্তার (১০) নামের এক কিশোরী গুরুতর আহত হয়েছে।
মঙ্গলবার (১৭ জুন) রাত আনুমানিক ৯টার দিকে ইউনিয়নের ৩নং ওয়ার্ডস্থ চরপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। মৃত শিশু আব্দুর রহমান ৩ নং ওয়ার্ড চরপাড়া এলাকার আমির হামজার ছেলে। গুরুতর আহত কিশোরীর নাম বিলকিস আক্তার।
স্থানীয়রা জানান, চলমান ভারী বর্ষণের ফলে অনেক পরিবার ঘরবন্দি অবস্থায় দিন পার করছে। এর মধ্যে একটি হাতির দল লোকালয়ে ঢুকে পড়ে। হামলার সময় বসতঘরে থাকা শিশুটি হাতির শুড়ের আঘাতে মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হন। তাকে আহত অবস্থায় প্রথমে ঈদগড়ের এক বেসরকারি হাসপাতালে, পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। এদিকে, বিলকিস আক্তারের বাম হাতে গুরুতর আঘাত লাগে, তবে চিকিৎসার পর তার অবস্থা এখন স্থিতিশীল।
এ ঘটনার বিষয়ে ৩নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ জসিম উদ্দিন শিকদার বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করেছি, এটি খুবই হৃদয়বিদারক। আমরা উপজেলা প্রশাসনকে অবহিত করেছি।
শিশুটির পিতা আমির হামজা বলেন, আমার চোখের সামনে আমার বাচ্চা মারা গেল। এমন দুর্ঘটনা যেন আর কারও না হয়। প্রশাসনের উচিত লোকালয়ে হাতি প্রতিরোধে ব্যবস্থা নেওয়া।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে হাতির আক্রমণের ঘটনা বাড়লেও বন বিভাগ কিংবা প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে পাহাড়ি এলাকার সাধারণ মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে।
নিহত শিশুটির জানাজা ও দাফন গতকাল রাতেই স্থানীয় কবরস্থানে সম্পন্ন হয়েছে।